- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৬-২০২৩, সময়ঃ রাত ০৭:১১
সৈয়দপুরে ৪০ শিক্ষার্থীকে সাইকেল দিলো নারী উন্নয়ন ফোরাম
সৈয়দপুর প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও গরিব ৪০ শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়।
নারী শিক্ষার প্রসার, ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়ে যাওয়া সহজ করতে উপজেলায় এডিবির থোক বরাদ্দের তিন শতাংশ চার লাখ টাকা ব্যায়ে এসব বিতরণ করা হয়। এর মধ্যে ৩২ জন মেয়ে ও ৮ জন ছেলে শিক্ষার্থী রয়েছে। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ।